বাল্যবিবাহ রোধে কন্যাশ্রীরা নাটক করল, আমাদের সামনে তারা তুলে ধরলো নিজেদের অবস্থান।
বাঁকুড়া, নিজস্ব সংবাদদাতা:- বাঁকুড়া জেলার সোনামুখী বি জে হাইস্কুলে যথাযোগ্য মর্যাদায় উদ্যাপিত হল কন্যাশ্রী দিবস। সকাল থেকেই বিদ্যালয় চত্বরে জমে ওঠে উৎসবের আমেজ। নির্ধারিত সময়ে বিদ্যালয়ের কন্যাশ্রীরা বৃষ্টিকে উপেক্ষা করে বর্ণাঢ্য পথ পরিক্রমায় অংশ নেয়। হাতে রঙিন ছাতা, ব্যানার ও ফেস্টুন নিয়ে তারা স্থানীয় রাস্তায় ঘুরে বেড়ায়, আর পথ চলতি অন্যান্য কন্যাশ্রীদের চন্দনের ফোঁটা দিয়ে…

