এমআরপি-তে সার বিক্রির আশ্বাস প্রশাসনের, ধর্না প্রত্যাহার নিয়ে এখনও অনিশ্চয়তা—দক্ষিণ দিনাজপুরে কৃষক আন্দোলনে নতুন মোড়।
বালুরঘাট, নিজস্ব সংবাদদাতা:- এমআরপি দামে রাসায়নিক সার বিক্রি না হওয়া ও ধলতা সমস্যাকে ঘিরে চলতে থাকা কৃষক আন্দোলনের আবহে অবশেষে জেলা প্রশাসন ও কৃষি দপ্তরের সঙ্গে বৈঠকে বসেন কৃষক নেতারা। বুধবার জেলা পরিষদ ভবনে অনুষ্ঠিত ওই বৈঠকে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলাশাসক নবীন কুমার চন্দ্র, জেলা কৃষি আধিকারিক পার্থ মুখার্জি-সহ প্রশাসনের একাধিক কর্তা।বৈঠক শেষে প্রশাসনের তরফে…

