প্রতিষ্ঠা দিবসে মানবিক উদ্যোগ: গড়বেতা গ্রামীণ হাসপাতালে শীতবস্ত্র ও ফল দিলেন উত্তরা সিংহ হাজরা।
পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- ১লা জানুয়ারি অর্থাৎ বৃহস্পতিবার তৃণমূলের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা এক নম্বর ব্লকের গড়বেতা গ্রামীণ হাসপাতালে সমস্ত রোগী ও তার পরিজনদের শীত বস্ত্র বিতরণ ও ফল বিতরণ করলেন গড়বেতা বিধানসভা কেন্দ্রের বিধায়ক উত্তরা সিংহ হাজরা,এছাড়া উপস্থিত ছিলেন ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি অসীম সিংহ রায়,ব্লক সভানেত্রী মিঠু পতিহার,সাবিনা বেগম সহ…

