সিদ্ধেশ্বরী ঘাটে স্নান করতে এসে নিখোঁজ এক মহিলা।
পূর্ব বর্ধমান, নিজস্ব সংবাদদাতা;-হালিশহর সিদ্ধেশ্বরী ঘাটে স্নান করতে এসে নিখোঁজ আনুমানিক ৫০ বছরের এক হালিশহরের মহিলা
ঘটনাটি ঘটে আনুমানিক 12 নাগাদ পরিবারের লোক খোঁজ পেয়ে আসে আনুমান বিকেল সাড়ে পাঁচটার নাগাদ ঘটনা স্থলে পাশে হালিশহর থানার পুলিশ এবং হালিশহর পৌরসভার ভাইস চেয়ারম্যান এখন মহিলাটিকে খোঁজার জন্য জলে নামানো হয়েছে ডুবুরি।

