সীমান্ত এলাকায় সামাজিক উদ্যোগ: বই–খাতা ও শাড়ি বিতরণে এগিয়ে শোনঘাট ক্যাম্পের বিএসএফ।
মালদা, নিজস্বসংবাদদাতাঃ– ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকার সাধারণ মানুষের পাশে দাঁড়ালো বিএসএফ। শনিবার দুপুরে সিভিক অ্যাকশন প্রোগ্রাম এর মধ্যে দিয়ে বিএসএফের জোওয়ানদের সাধারণত দেখা যায় সীমান্তবর্তী এলাকায় নজরদাড়ী রাখতে তার মাঝে সাধারণ মানুষের সহযোগিতার হাত বাড়িয়ে দেয় এমনই ছবি ধরা পরল মালদহের বামনগোলা ব্লকের চাঁদপুর অঞ্চলের ৮৮নম্বর ব্যাটলিয়নের শোনঘট ক্যাম্পের বিএসএফের জোওয়ানেরা শোনঘাট উচ্চ বিদ্যালয়ে এই সিভিক অ্যাকশন প্রোগ্রামের অনুষ্ঠিত হয়।এদিন সিভিক অ্যাকশন প্রোগ্রামের মধ্যে দিয়ে এলাকার মহিলাদের হাতে সেলাই মেশিন শাড়ি সহ স্কুলের ছাত্রছাত্রীদের হাতে বই খাতা সহ বিভিন্ন সামগ্রিক তুলে দেওয়ার পাশাপাশি সীমান্তবর্তী এলাকার মানুষকে বিএসএফের সাথে থাকার বার্তা সহ নেশা থেকে দূরে থাকার বার্তা দিলেন ।এদিন উপস্থিত ছিলেন শ্রী নরেশ কুমার লোহিয়ার, ২আইসি শ্রী অভিনব কুমার সহ ৮৮ নম্বর ব্যাটেলিয়ানের বিএসএফের আধিকারিকরা। এছাড়াও স্থানীয় গ্রাম পঞ্চায়েতে প্রধান সহ পঞ্চায়েত সদস্য।

