তপনের রামপাড়ায় দিনে দুপুরে চুরি, হাতেনাতে ধরা পড়ল যুবক।

দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- দিনে দুপুরে চুরি করতে এসে হতেনাতে ধরা পড়লো যুবক ।
ঘটনায় চাঞ্চল্য এলাকায়!
এমনি ঘটনা ঘটলো তপনের রামপাড়া চেচরাতে !
জানা গেছে ছেলেটি গাঁজা খেতে প্রায় আসতো চেচরাতে
হঠাৎ তার গাঁজা খাওয়ায় জন্য টাকার সমস্যা হয় ,
সেই সময় আশেপাশে থাকা একটি বাড়িতে টিন কেটে ঢুকে যুবক ঘরের আলমারি থেকে শুরু করে ঘরের যাবতীয় জিনিসপত্র তছনছ করে টাকাপয়সা খোঁজাখোজি করে !
সেই সময় বাড়িতে কেও ছিলনা বলে সূত্রের খবর বাড়ির মালিক রুম্পা দাস বাড়িতে চলে এসে ঘরে প্রবেশ করতেই হাতেনাতে ধরা পড়ে সেই যুবক !
এবং সেই বাড়ির মহিলাকে ধাক্কা দিয়ে সেই বাড়ি থেকে বেরিয়ে যায় সেই যুবক !
জানা গেছে ঐই বাড়িতে থাকতেন বাড়ির মালিক রুম্পা দাস এবং তার দুই শিশুকে নিয়ে থাকতেন
বলে সূত্রের খবর !
এই ঘটনাটি ঘটেছে আজ দুপুর 2 টা নাগাদ !
এবং ছেলেটির নামটি এখনও জানা যায়নি !
এবং ছেলেটিকে কেও চিনতেও পারছে না বলে জানা গেছে !
এখন ছেলেটি রামপাড়া চেচরা ক্যাম্পে রয়েছে রয়েছে !
এখন রামপাড়া চেচরা police ক্যাম্পের সহযোগিতায় তদন্ত করছে তপন থানার পুলিশ !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *