বেহাল রাস্তা, দুর্ঘটনায় আহত বহু; রাস্তা না হলে ভোট নয় বলছে হরিশ্চন্দ্রপুরের বাসিন্দারা।

নিজস্ব সংবাদদাতা, মালদাঃ—– খানা খন্দে ভরা রাস্তা। কোথাও হাঁটু সমান জল জমে রয়েছে। আবার কোথাও জল কাদায় একাকার। স্থানীয় জনপ্রতিনিধিদের একাধিকবার জানানো হলেও হয়নি পাকা রাস্তা। বৃহস্পতিবার সকালে রাস্তার দাবিতে বিক্ষোভে সামিল হলেন হরিশ্চন্দ্রপুর ২ ব্লকের ইসলাম গ্রাম পঞ্চায়েতের নোয়াপাড়া কামাতও বস্তা গ্রামের মানুষ। কাদা জলে ধানের চারা রোপণ করে বিক্ষোভ দেখালেন তারা। বিধানসভা ভোটের আগে রাস্তা না হলে ভোট বয়কটের হুঁশিয়ারি গ্রামবাসীর। স্থানীয় সূত্রে জানা গিয়েছে,বহু বছর ধরে নোয়াপাড়া কামাত ও বস্তা এলাকার রাস্তা বেহাল অবস্থায় পড়ে রয়েছে। কাচা রাস্তা। বড় বড় গর্ত তৈরি হয়েছে। গর্তে গাড়ির চাকা বসে ঘটছে দুর্ঘটনা। সম্প্রতি দুর্ঘটনায় কয়েকজন পুরুষ ও মহিলার পা ভেঙ্গে গিয়েছে। কেউ অসুস্থ হয়ে গেলে তাঁকে হাসপাতালে নিয়ে যেতে খুব সমস্যায় পড়েন। গ্রামে অ্যাম্বুলেন্স ও দমকল গাড়ি ঢুকতে পারে না। খারাপ রাস্তার কারণে ছেলে মেয়েরা স্কুলে যেতে পারে না। নোয়া পাড়ার বাসিন্দা জাহাঙ্গীর আলম ও জয়গুণ বিবিরা বলেন,রাস্তায় গাড়ি চলাচল তো দূরের কথা মানুষ হেঁটে চলাচল করতে পারেন না। ভোটের সময় নেতারা রাস্তা করে দেওয়ার প্রতিশ্রুতি দিলেও ভোট শেষে তাদের খোঁজ পাওয়া যাইনা।তাই এবার সিদ্ধান্ত নিয়েছি রাস্তা না হলে ভোট বয়কট করব। আরেক বাসিন্দা আব্দুল বাসির বলেন,বেহাল রাস্তায় গর্তে পা পড়ে ভেঙে গিয়েছে। একই বক্তব্য আকলেমা বিবিরও। জেলা পরিষদের সদস্য আমিনুল হক বলেন, জেলায় রাস্তার প্রস্তাব পাঠানো হয়েছে। আশাকরি বিধানসভা নির্বাচনের আগে রাস্তার কাজ হয়ে যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *