পূর্ব মেদিনীপুরেও লড়াইয়ে নামছে হুমায়ুন কবিরের দল, জেলা থেকে বিধায়ক জয়ের দাবি।
পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- নতুন দল ঘোষণা করেই পূর্ব মেদিনীপুর জেলায় পাঁশকুড়ার দরবার শরীফে মুর্শিদাবাদের ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির। ২০২৬বিধানসভার ৯০ টি আসনে টার্গেট শুভেন্দু জেলা থেকেও হুমায়ূনের দলের বিধায়ক যাচ্ছে বলে দাবি। আজ বিকেলে পাঁশকুড়ার পীতপুরের দরবার শরীফের আসেন মুর্শিদাবাদ ভরতপুরের বিধায়ক হুমায়ুন কোবির। নতুন দল করার পর শুভেন্দু অধিকারী জেলা পাঁশকুড়ায় আছেন তিনি।…

