বালুরঘাট ব্লকের তুলসীপুরে বিধায়ক তুলসী পূজায় অংশগ্রহণ করছেন।
বালুরঘাট,নিজস্ব প্রতিবেদক: তুলসী পূজা দিবস উপলক্ষে, বুধবার দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট ব্লকের তুলসীপুরে অনুষ্ঠিত তুলসী পূজায় অংশগ্রহণ করেছেন বালুরঘাটের বিধায়ক ডঃ অশোক কুমার লাহিড়ী। ঐতিহ্যবাহী এই ধর্মীয় অনুষ্ঠানে স্থানীয় ভক্তদের উপস্থিতি ছিল লক্ষণীয়। তুলসী গাছে প্রদীপ জ্বালিয়ে এবং নির্দিষ্ট রীতি অনুসারে ফুল ও ফল উৎসর্গ করে পূজা সম্পন্ন করা হয়।
পুজো শেষে বিধায়ক ডঃ লাহিড়ী বলেন, “তুলসী পূজা আমাদের ঐতিহ্যবাহী সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ, যা পরিবেশ রক্ষা এবং নৈতিক মূল্যবোধ প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।” তিনি এলাকার সকলের জন্য শান্তি, সমৃদ্ধি এবং মঙ্গল কামনা করেন। অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, সুপরিচিত ব্যক্তিত্ব এবং অনেক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। এই ধর্মীয় উৎসব তুলসীপুর এলাকায় উৎসবমুখর পরিবেশ তৈরি করে।

