পূর্বস্থলী থানায় একটি জিমের উদ্বোধন করেন অ্যাডিশনাল S.P রাজীব কুমার।
পূর্ব বর্ধমান, নিজস্ব সংবাদদাতা:-এদিন পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলী ২ নম্বর ব্লকের অন্তর্গত পূর্বস্থলী থানা এলাকার বিভিন্ন সময় হারিয়ে যাওয়া ২১টি মোবাইল উদ্ধার করে মোবাইল মালিকদের হাতে ফিরিয়ে দিলে পূর্বস্থলী থানা পুলিশ প্রশাসন। পাশাপাশি পূর্বস্থলী থানায় একটি জিমের উদ্বোধন হয়, এদিন শুক্রবার। উদ্বোধন করেন অ্যাডিশনাল S.P রাজীব কুমার, এদিন অ্যাডিশনাল S.P ছাড়াও উপস্থিত ছিলেন কালনার এসডিপিও…

