লক্ষ্য একটাই! পড়াশোনার ক্ষেত্রে যেন না পিছিয়ে পড়ে দুঃস্থ পরিবারের শিক্ষার্থীরা, মানবিক সংকেত।
পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- লক্ষ্য একটাই! পড়াশোনার ক্ষেত্রে যেন না পিছিয়ে পড়ে দুঃস্থ পরিবারের শিক্ষার্থীরা। আর তাদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে তৈরি হয়েছে কোচিং সেন্টার। যেখানে অংক, ইংরেজি থেকে ভৌত বিজ্ঞান সহ বিভিন্ন বিষয়ে শিক্ষাদান করা হচ্ছে প্রায় ১০০ এর বেশি দুঃস্থ পরিবারের শিক্ষার্থীদের। আর এই ফ্রি কোচিং সেন্টার চালিয়ে যাচ্ছে পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাটের সংকেত…

