২০২৬-কে স্বাগত জানাতে নাগর নদী ঘিরে উৎসব, নজরে পুলিশ-প্রশাসন।
উত্তর দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- ইংরেজির নতুন বছর ২০২৬-কে বরণ করতে উৎসবের আমেজে মেতে উঠেছে ৮ থেকে ৮০—সকলেই। নতুন বছরের প্রথম দিনে এমনই আনন্দঘন চিত্র ধরা পড়ল উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ এবং করণদিঘী থানার অন্তর্গত নাগর নদীতে।প্রতিবছর ইংরেজি নববর্ষ এলেই নাগর নদীর দুই তীর কার্যত পিকনিক স্পটে পরিণত হয়। চলতি বছরও তার ব্যতিক্রম নয়। জেলার বিভিন্ন…

