টানা ছয় মাস ৬টি টিবি পেশেন্টের পুষ্টিকর খাবারের দায়িত্ব নিয়েছিলেন বিশিষ্ট সমাজসেবী অজয় পারামানিক।
বাঁকুড়া, নিজস্ব সংবাদদাতা:- বাঁকুড়ার বড়জোড়া ব্লকের সাহারজোড়া পঞ্চায়েত এলাকায় মোট ৭ জন টিবি পেশেন্ট রয়েছে। তার মধ্যে টানা ছয় মাস ৬টি টিবি পেশেন্টের পুষ্টিকর খাবারের দায়িত্ব নিয়েছিলেন বিশিষ্ট সমাজসেবী অজয় পারামানিক।শনিবার সেই ৬টি পেশেন্টের হাতে আবারো পুষ্টিকর খাবার তুলে দিলেন অজয় পারামানিক।অজয় পারামানিক শুধু টিবি রোগীদের পাশে দাঁড়িয়েছেন এমনটা নয় তিনি সব সময় সাধারণ, অসহায়…

