অনুষ্ঠানের মধ্যদিয়ে পাকা রাস্তা তৈরির কাজের সূচনা হওয়ায় এলাকার বাসীন্দারা খুশি।
নিজস্ব সংবাদদাতা, তপন,৩০ জানুয়ারি : একটি অনুষ্ঠানের মধ্যদিয়ে পাকা রাস্তা তৈরির কাজের সূচনা করলেন ক্রেতা সুরক্ষা মন্ত্রী বিপ্লব মিত্র।তপন ব্লকের গোফানগর গ্রাম পঞ্চায়েত বাদ শংকর থেকে পাহানপাড়া হয়ে শ্মশান পর্যন্ত রাস্তার দুরত্ব প্রায় দুই কিলোমিটার। প্রতিদিন রাস্তাটি দিয়ে বহুমানুষ ও যানবাহন চলাচল করে থাকে। রাস্তাটি কাচা হওয়ায় সামান্য বৃষ্টিতে কাদায় পরিনত হত। এতে এদিকে যেমন…

