চারজন পাচারকারীকে আটক করে বিএসএফের জোওয়ানেরা।
নিজস্ব সংবাদদাতা, মালদা:–-ভারত-বাংলাদেশ সীমান্তে আবারো বি এস এফের হাতে আটক চার গরু পাচারকারী। গোপন সুত্রে খবরের ভিত্তিতে হবিবপুর থানার ভারত বাংলাদেশ সীমান্তের ৮৮তম ব্যাটালিয়ানের জওয়ানরা রবিবার সন্ধ্যা নাগাত,ভারত-বাংলাদেশ সীমান্তে বিএসএফের ৮৮ ব্যাটালিয়নের বর্ডার আউটপোস্ট ইটাঘাটি ক্যাম্পের ডিউটিতে থাকা জওয়ানেরা লক্ষ্য করে ঘন কুয়াশা মধ্যে সন্দেহভাজন কিছু ঘোরাঘুরি করছে কাছে যেতেই দেখে কিছু ব্যক্তি অন্ধকার আর…

