দীর্ঘ আন্দোলন, ভোট বয়কট, একাধিক নেতার প্রতিশ্রুতির পর অবশেষে শুরু হল কামারপাড়ার পাকা রাস্তার কাজ। ৩১
দঃ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- অবশেষে মিলল বহুদিনের প্রতীক্ষার ফল। দীর্ঘ আন্দোলন, ভোট বয়কট, একাধিক নেতার প্রতিশ্রুতির পর অবশেষে শুরু হল কামারপাড়ার পাকা রাস্তার কাজ। ৩১লক্ষ টাকা ব্যয়ে কামারপাড়া পিএইচই পাম্প অফিস থেকে কুতুবপুর বটতলা পর্যন্ত ৬৭৫ মিটার রাস্তার নির্মাণকাজ শুরু হয়েছে। এই প্রকল্পের শিলান্যাস করলেন রাজ্যের মন্ত্রী বিপ্লব মিত্র। অমৃতখণ্ড গ্রাম পঞ্চায়েতের কামারপাড়ার এই রাস্তা…

