কাঠগোলা বাগানবাড়ি — ইতিহাস ও সৌন্দর্যের মেলবন্ধন।
পশ্চিমবঙ্গের ঐতিহাসিক জেলা মুর্শিদাবাদ এমন এক ধনভাণ্ডার, যেখানে প্রতিটি ইট-পাথর, প্রতিটি বৃক্ষ যেন অতীতের রাজকীয় কাহিনি শুনিয়ে যায়। হাজারদুয়ারি, নিমতলা কেল্লা, কাতরা মসজিদ—এদের মতোই আরেকটি অপরূপ ঐতিহাসিক স্থাপত্য হল কাঠগোলা বাগানবাড়ি। ইতিহাস, শিল্প, ও প্রাচীন বাঙালি জমিদারি সংস্কৃতির এক অনন্য নিদর্শন এই স্থাপত্যটি আজও পর্যটকদের মোহিত করে চলেছে। 🏛️ ইতিহাসের পাতায় কাঠগোলা বাগানবাড়ি কাঠগোলা বাগানবাড়ি…

