তিনটি ইভেন্টে প্রথম হয়ে তাক লাগিয়ে দিয়েছেন ৩২ বছরের গৃহবধূ রেখা মন্ডল।
নিজস্ব সংবাদদাতা, মালদাঃ- — ন্যাশনাল মাস্টার্স অ্যাথলেটিক মিটে সেরার সেরা বৈষ্ণবনগরের গৃহবধূ। মূলত তিনটি ইভেন্টে প্রথম হয়ে তাক লাগিয়ে দিয়েছেন ৩২ বছরের গৃহবধূ রেখা মন্ডল। পাশাপাশি খেলেছেন রিলে রেস। তাতেও দ্বিতীয় স্থান দখল করেছে তার টিম। রেখা এবার খেলতে যাবেন ইন্টার ন্যাশনাল মাস্টার্স অ্যাথলিট। এবছরের মার্চ মাসে হিমাচল প্রদেশে আয়োজিত ন্যাশনাল মাস্টার্স অ্যাথলিট মিটের শর্ট…

