তালগাছিতে নিজের গ্রামে ফিরলেন উনিশ জন পরিযায়ী শ্রমিক।

মালদা, নিজস্ব সংবাদদাতা ::- উড়িষ্যার কটকে দীর্ঘ আট দিন আটকে থাকার পর আজ হরিশ্চন্দ্রপুরে তালগাছিতে নিজের গ্রামে ফিরলেন উনিশ জন পরিযায়ী শ্রমিক। বাংলা দেশী সন্দেহে গত সপ্তাহে মঙ্গলবার রাত্রেবেলা এই 19 জন শ্রমিকদেরকে আটক করে কটকের মাহঙ্গা থানার পুলিশ। তাদেরকে একটি পরিতক্ত সরকারি ভবনে আটকে রাখা হয়। অভিযোগ ছিল এরা বাংলাদেশী অবৈধভাবে অনুপ্রবেশ করে উড়িষ্যায় ঢুকে পড়েছে। জেলা প্রশাসন এবং রাজ্য সরকার সম্মিলিতভাবে গত ৮ দিন ধরে প্রচেষ্টা চালিয়ে তাদের পরিচয় পত্র সমস্ত উড়িষ্যার প্রশাসনকে পাঠিয়ে এই শ্রমিকদের কে মুক্তি করালো। আজ সকালে ট্রেনে চেপে এরা উড়িষ্যার কটক থেকে মালদা স্টেশনে এসে পৌঁছয়। তারপর মালদা থেকে গাড়ি করে আজ বিকেলে তালগাছিতে পৌঁছয় এই 19 জন শ্রমিক। আজ গ্রামবাসী এবং প্রশাসনের তরফ থেকে তাদের সম্বর্ধনা দেওয়ার ব্যবস্থা করা হয়। এদিন শ্রমিকদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এলাকার বিধায়ক তথা মন্ত্রী তজমুল হোসেন। উপস্থিত ছিলেন হরিশ্চন্দ্রপুর থানার আইসি মনোজিৎ সরকার এবং বিডিও তাপস পাল।
বাড়ি ফিরল শ্রমিকদের চোখে মুখে এখনো আতঙ্কের ছাপ।
তারা প্রশ্ন করেছেন এরপরে ভিন রাজ্যে কাজ করতে যেতে পারবেন তো। বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও তাদেরকে ওড়িশা পুলিশ প্রশাসন এইভাবে হেনস্থা করে আট দিন আটকে রেখে দিল। বাংলাদেশী সন্দেহে শুধুমাত্র বাংলা ভাষা বলার কারনে ভিন রাজ্যে হেনস্তার শিকার হতে হচ্ছে রাজ্যের শ্রমিকদেরকে।।
যদিও মন্ত্রী তজমুল হোসেন বলেন এই বিষয়ে তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী নজরে আনবেন। বাংলার কোন শ্রমিক জাতের ভিন রাজ্যে আর হেনস্থা শিকার না হয় সে ব্যাপারে রাজ্য প্রশাসনের সঙ্গে তিনি কথা বলবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *