একি কান্ড, কান ধরে কেনো উঠবস করছেন এই ব্যক্তি!!
শিলিগুড়ি, নিজস্ব সংবাদদাতা:- একি কান্ড, কান ধরে কেনো উঠবস করছেন এই ব্যক্তি?অভিযোগ জমি মাফিয়া সংক্রান্ত খবর করায় শিলিগুড়ির মাটিগাড়া তে আক্রান্ত সাংবাদিক রাজেন কবলের পরিবার। আহত সাংবাদিকের স্ত্রী ভর্তি উত্তরবঙ্গ মেডিকেল কলেজে। ঘটনা স্থলে উপস্থিত হয় ওয়েস্টবেঙ্গল নিউজ পোর্টাল রিপোর্টার্স ওয়েলফেয়ার এসোসিয়েশনের সম্পাদক শুভজ্যোতি চক্রবর্তী সহ দার্জিলিং জেলা কমিটির সভাপতি সুভাষ সিং সহ অন্যান্য সাংবাদিক।ঘটনায় উত্তপ্ত এলাকার বাসিন্দাদের সামনে কান ধরে উঠবোস করতে বাধ্য হয় অভিযুক্ত ব্যক্তি।ঘটনাস্টলে এসে উপস্থিত হন মাটিগাড়া থানার পুলিশ গ্রেপ্তার করা হয় অভিযুক্ত ব্যক্তি কে।

