ঘাটাল থানা ও চন্দ্রকোনা থানার মধ্যস্থল নুতুক শিমুলতলা ব্রিজ থেকে সাইকেল নিয়ে একদম সোজা শুকনো খালে, পড়ে মারা গেল রবি মন্ডল নামের একজন ব্যক্তি।
পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- ব্রিজ থেকে সাইকেল নিয়ে খালে পড়ে মারা গেল এক বয়স্ক ব্যক্তি। ঘাটাল থানা ও চন্দ্রকোনা থানার মধ্যস্থল নুতুক শিমুলতলা ব্রিজ থেকে সাইকেল নিয়ে একদম সোজা শুকনো খালে, পড়ে মারা গেল রবি মন্ডল নামের একজন ৫৮ বছর বয়সের ব্যক্তি। ওই মৃত ব্যক্তির বাড়ি হিরেধর পুর গ্রামে বলে জানা যায়। এলাকা বাসীর কথা অনুযায়ী ওই ভগ্ন ব্রিজ রিপেয়ার এর জন্য অনেকদিন থেকেই বলা হয়েছে। কিন্তু এখন পর্যন্ত ভগ্ন ব্রিজ টি রিপেয়ার করা বা নতুন ভাবে করা হয়নি। এলাকা বাসী বলেন ভগ্ন ব্রিজের কারণেই আজ রবি মন্ডল মারা গেলেন। যখন ব্রিজ থেকে পড়ে রবি মন্ডল মারা যান তখন সেখানে কেউ ছিলেন না তাই নির্দিষ্ট সময় বলা মুশকিল। হয়তো রাতেও হতে পারে নয়তো সকালে হতে পারে। এমনটাই অনুমান করছেন এলাকার মানুষ। বিষয়টা যাই হোক কিন্তু কারণ একটাই সেটি হল ভগ্ন ব্রীজের কারণেই মৃত্যু হল। তবে এটাও বলতে হয় যেহেতু ঘটনার সময় কেউ ছিলেন না সেহেতু এই মৃত্যুর কারণ অন্য কিছুও হতে পারে। চন্দ্রকোনা থানার অন্তর্গত ভিলেজ পুলিশ ঘটনাস্থলে এসে দেখে এবং মৃতদেহ তুলে নিয়ে যায়।

