দাবি মেনে গঙ্গারামপুর পুরসভার তরফে শুরু হল দীর্ঘ প্রতীক্ষিত হাইড্রেন নির্মাণের কাজ।
নিজস্ব সংবাদদাতা,গঙ্গারামপুর: দীর্ঘদিন ধরে জলনিকাশির সমস্যায় ভুগছিলেন গঙ্গারামপুর পুরসভার অন্তর্গত ১৮ নম্বর ওয়ার্ডের কালদিঘি হাসপাতাল পাড়া এলাকার বাসিন্দারা। অতিবৃষ্টি কিংবা বর্ষার সময় এই এলাকায় জল জমে থাকার সমস্যা এক অভ্যস্ত চিত্র হয়ে দাঁড়িয়েছিল। সমস্যার স্থায়ী সমাধানের দাবিতে দীর্ঘদিন ধরেই পৌরসভাকে বিষয়টি জানিয়েছিল এলাকাবাসী।
অবশেষে সেই দাবি মেনে পুরসভার তরফে শুরু হল দীর্ঘ প্রতীক্ষিত হাইড্রেন নির্মাণের কাজ। এতেই কিছুটা হলেও সস্থির হাফ ছেড়েছে এলাকার মানুষজন।
পৌরসভা সূত্রে জানা গিয়েছে, প্রায় সাড়ে ৩কোটি টাকা ব্যয়ে স্টেডিয়াম সংলগ্ন ৫১২ নম্বর জাতীয় সড়কের উত্তরে, প্রায় ৯০০ মিটার দীর্ঘ একটি হাইড্রেন নির্মাণের কাজ সম্প্রতি শুরু হয়েছে। নতুন এই হাইড্রেনটি হাসপাতালপাড়া থেকে শুরু হয়ে স্টেডিয়াম পেরিয়ে মিশন মোড়ে গিয়ে পুরনো হাইড্রেনের সঙ্গে যুক্ত হবে।
পুরসভা কর্তৃপক্ষের আশা, এই হাইড্রেন নির্মাণ সম্পূর্ণ হলে এলাকার দীর্ঘদিনের জল জমে থাকার সমস্যা অনেকটাই দূর হবে এবং বর্ষার সময় বাসিন্দারা স্বস্তি পাবেন।
দীর্ঘদিন ধরে জল নিকাশি ব্যবস্থা না থাকার কারণে সমস্যায় পড়েছিল এলাকার মানুষজন। অবশেষে পৌরসভার উদ্যোগে ড্রেনের কাজ চালু হওয়ায় খুশি এলাকাবাসী।পৌরসভার এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার মানুষজন।
বাইট আনোয়ার হোসেন (এলাকাবাসী)
জয়ন্ত দাস (ভাইস চেয়ারম্যান,গঙ্গারামপুর পৌরসভা )

