প্রতারণার অভিযোগে পূর্বমেদিনীপুর জেলার রামনগর থানার গোবরা এলাকা থেকে প্রসেনজিৎ মাঝিকে গ্রেপ্তার।
হরিপাল, নিজস্ব সংবাদদাতা:- হরিপাল থানার চকচন্ডিনগর এলাকার বাসিন্দা চন্দ্রশেখর বাগ গত জুলাই ২০২৪ সালে ৬ মাস আগে হরিপাল থানায় অভিযোগ করেন তারকেশ্বর থানার দত্তপুর এলাকার বাসিন্দা প্রসেনজিৎ মাঝি নামে এক ব্যক্তিকে তার একটি জেনারেটর মেরামত ও মোডিফাই করতে দেন। কিন্তু প্রসেনজিৎ মাঝি সেই জেনারেটরটি না ফিরিয়ে দিয়ে বিক্রি করে দেন বলে অভিযোগ জানানো হয়। এরপর বেশকিছু দিন খোঁজাখুঁজি করার পর হরিপাল থানার ওসি নজরুল ইসলাম ও থানার এএসআই সহদেব বাগের তৎপরতায় গতকাল পূর্বমেদিনীপুর জেলার রামনগর থানার গোবরা এলাকা থেকে প্রসেনজিৎ মাঝিকে গ্রেপ্তার করে নিয়ে আসা হয় আজ আদালতে পেশ করা হয়। হরিপাল থানা সূত্রের খবর এর আগেও একাধিক জেনারেটর সারানোর নাম করে বিক্রি করে দেওয়ার অভিযোগ রয়েছে বলে জানান।

