পুলিশের তরফে আন্দোলকারীদের প্রতিহত করতে নিয়ে দুই পক্ষের মধ্যে তুমুল উত্তেজনা বালুরঘাটে।
দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- মুর্শিদাবাদ সহ একাধিক ইস্যুতে বালুরঘাটে বিজেপির আইন অমান্য কর্মসূচি তে ধুন্ধমার। সুকান্ত মজুমদারের নেতৃত্বে এই আইন অমান্যে হাজার খানের কর্মী সমর্থক অংশ নেন। মিছিল করে তারা বালুরঘাটে জেলা প্রশাসনিক ভবনের সামনে দাঁড়ালে পুলিশ ব্যারিগেইট করে বাধা দেয়। আন্দোলনকারীরা সেই ব্যারিকেড উপরে তুলে ফেলেন। পুলিশের তরফে আন্দোলকারীদের প্রতিহত করতে নিয়ে দুই পক্ষের মধ্যে তুমুল উত্তেজনার সৃষ্টি হয়। ইতিমধ্যে পুলিশ লাঠিচার্জ করতে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। পুলিশের লাঠির আঘাতে বিজেপির সাধারণ সম্পাদক বাপি সরকার বেশ কয়েকজন জখম হয়েছেন

