মালদহের চাঁচলের ৩১ নম্বর জাতীয় সড়কের পোস্ট অফিস মোড় এলাকায় আচমকাই ভেঙে গেল বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের প্রচার মূলক গেট।
নিজস্ব সংবাদদাতা, মালদা—সাত সকালে আচমকাই ভেঙে গেল বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের প্রচার মূলক গেট।আহত এক মোটরসাইকেল চালক ও তার সহকর্মী।ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।যার জেরে যান চলাচল দীর্ঘক্ষণ ধরে অবরুদ্ধ হয়ে পড়ল।রবিবার সাত সকালে ঘটনাটি ঘটেছে মালদহের চাঁচলের ৩১ নম্বর জাতীয় সড়কের পোস্ট অফিস মোড় এলাকায়।পুলিশকে খবর দেওয়া হলেও ঘটনার দু’ঘণ্টা পর ঘটনা স্থলে পুলিশ আসে বলে স্থানীয়দের অভিযোগ।কিভাবে এই ব্যস্ততম এলাকায় অস্থায়ী দুর্বল প্রচারমূলক গেটের তৈরির পারমিশন দেওয়া হয়,তা নিয়ে প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন সাধারণ মানুষ।যদিও চাঁচোল গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান মুক্তার হোসেন জানান এই গেটের পারমিশন পঞ্চায়েত থেকে দেওয়া হয়নি।
স্থানীয় সূত্রে জানা গেছে, হরিশ্চন্দ্রপুর থানার অন্তর্গত ভিঙ্গল গ্রামের কয়েকজন ব্যক্তি বাইক নিয়ে এদিন চাঁচোল এর পাহাড়পুর যাচ্ছিল।হঠাৎ পোস্ট অফিস মোড়ে এক বেসরকারি প্রতিষ্ঠানের প্রচারমূলক গেট ভেঙে পড়ে তাদের ওপর।ঘটনায় জখম হয়েছে দুজন এবং একটি মোটর বাইক ভেঙে যায়।জখম দুই ব্যক্তিকে চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে চিকিৎসাধীন।ঘটনাস্থলে পুলিশ আসলে পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখান আহত দুই ব্যক্তির গ্রামের বাসিন্দারা এবং স্থানীয় বাসিন্দারা।পরে পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

