হারিয়ে যাওয়া ভাইয়ের ভিডিও দেখে চমকে উঠে বোন সহ গোটা পরিবার, ভাইকে ফিরে পেতে আর্জি বোনের।

মালদা, নিজস্ব সংবাদদাতাঃ- ফেসবুকে হারিয়ে যাওয়া ভাইয়ের ভিডিও দেখে চমকে উঠে বোন। সহ গোটা পরিবার। ভাইকে ফিরে পেতে আর্জি বোনের। গত ২০১৯ সালে মানিকচকের নুরপুর ব্রাহ্মণ গ্রামের সুলতান খান কাজের জন্য ভিন রাজ্যে যান। তারপরেই হঠাৎ লকডাউন শুরু হয় দেশজুড়ে। সেই সময় থেকেই নিরুদ্দেশ সুলতান খান। পরিবার পরিজন দীর্ঘদিন খোঁজাখুঁজির পরেও না মেলায় হাল ছেড়ে দেন। দীর্ঘ ছয় বছর পর ফেসবুকে রিলসে দেখতে পাওয়া যায় সুলতান খান কে। জৈনিক কোন ব্যক্তি ফেসবুকে একটি ভিডিওটি পোস্ট করে তাতে দেখা যাচ্ছে একজন ভারসাম্যহীন মানুষ ট্রেনে বসে রয়েছে এবং তাকে খাবার দিচ্ছে অনেকেই। সেই ভিডিও চোখে পড়ে গত চার দিন আগে সুলতান খানের বোন আউসার বিবির। তিনি দাবি করেন ভিডিওতে যাকে দেখা যাচ্ছে তিনি তার ভাই। তারপর থেকেই বিভিন্ন পথ অবলম্বন করে খোঁজার চেষ্টা চালাচ্ছেন পরিবার পরিজনেরা।এই প্রসঙ্গে সুলতান খানের বোন আওসার বিবি কি জানাচ্ছেন শুনে নেওয়া যাক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *