পশ্চিম মেদিনীপুর জেলার কেশিয়াড়ি ব্লকের নতুন BDO হিসেবে দায়িত্ব পেলেন হিতাংশু হালদার।
পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- পশ্চিম মেদিনীপুর জেলার কেশিয়াড়ি ব্লকের নতুন BDO হিসেবে দায়িত্ব পেলেন হিতাংশু হালদার, বৃহস্পতিবার সেই নব দায়িত্ব পাওয়া BDO কে সম্বর্ধনা জানানো হয়, ব্লক তৃণমূল কংগ্রেসের তরফ থেকে, এই দিন নব দায়িত্ব পাওয়া BDO র হাতে ফুলের স্তবক তুলে দিয়ে সম্বর্ধনা জানানো হয় ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে, এদিন উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি উত্তম সিট, সহ-সভাপতি দেবেন হাজদা, জেলা পরিষদের সদস্য তথা সংগঠনের সভা-নেত্রী মামনি মান্ডি, আরেক সদস্য পলি সাহ সহ অন্যান্য ব্লক তৃণমূলের কর্মী সমর্থকেরা।

