সরকারি কাজ না করেই টাকা ভাগবাটোয়ারা! বিজেপি প্রধানের বিরুদ্ধে তৃণমূল সদস্যদের বিস্ফোরক অভিযোগ।
মালদা, নিজস্ব সংবাদদাতা :- মানিকচক ব্লকের অন্তর্গত বিজেপি পরিচালিত হিরানন্দপুর গ্রাম পঞ্চায়েত প্রধান সরকারি কাজের নামে টাকা আত্মসাৎ করছে। দলীয় সদস্যদের নিয়ে সেই টাকা ভাগবাটোয়ারা করে খাচ্ছে এবং তৃণমূলের সদস্যদের সমস্ত কাজ থেকে বঞ্চিত করা হচ্ছে। এই অভিযোগ তুলে মানিকচক ব্লক প্রশাসনের কাছে দল বেধে তৃণমূলের সদস্যরা বিজেপি প্রধানের বিরুদ্ধে অভিযোগ দায়ের করলেন। লিচ পিটের প্রায় ৫০ লক্ষ টাকা কাজ না করেই ভাগ বাটওয়ারা করে নিয়েছে বলো অভিযোগ। দলীয় নেতা পঞ্চায়েত সদস্য কন্ট্রাক্টরদের নিয়ে এই টাকা ভাগ বাটোয়ারা হচ্ছে বলে অভিযোগ। অভিযোগ অস্বীকার পঞ্চায়েত প্রধানের। মিথ্যা এবং ভিত্তিহীন অভিযোগ বলে দাবি।

