জৈব চাষে সফল কৃষকদের সম্মান জানিয়ে পালিত হল জাতীয় কৃষক দিবস।

হুগলি, নিজস্ব সংবাদদাতা:- জাতীয় কৃষক দিবস উপলক্ষে মঙ্গলবার হুগলির চন্দ্রহাটি-১ গ্রাম পঞ্চায়েতের ডেমড়া ফুটবল মাঠে বিশেষ কর্মসূচির আয়োজন করে ডিআরসিএসসি। এই অনুষ্ঠানে প্রায় ৭৫টি গ্রামের দুই শতাধিক কৃষক অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চুঁচুড়া-মগরা ব্লকের প্রাণিসম্পদ বিকাশ কেন্দ্রের আধিকারিক দেবরাজ নন্দী, গবেষক ড. নিতাই মুদি, কৃষিবিদ ড. বিশ্বজিৎ বিশ্বাস সহ একাধিক বিশেষজ্ঞ ও সংগঠনের প্রতিনিধিরা। তাঁরা কৃষকদের উদ্দেশ্যে জৈব কৃষি, টেকসই চাষাবাদ ও দেশীয় ফসল উৎপাদনের গুরুত্ব নিয়ে বক্তব্য রাখেন।
এই উপলক্ষে জৈব পদ্ধতিতে দেশি সবজি ও ধান চাষে সফল এমন একশো জন কৃষককে সংবর্ধনা জানানো হয়। আয়োজক সংস্থার পক্ষ থেকে জানানো হয়, গত পাঁচ বছর ধরে নিয়মিতভাবে জাতীয় কৃষক দিবস পালন করা হচ্ছে। মূলত কৃষকদের উৎসাহিত করা এবং পরিবেশবান্ধব কৃষিপদ্ধতির প্রসার ঘটাতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *