মানভূম ভিক্টোরিয়া মাঠে বই ও সংস্কৃতির মিলনমেলা, উদ্বোধন করলেন সাংসদ কালিপদ সরেন।
পুরুলিয়া, নিজস্ব সংবাদদাতা:- পুরুলিয়া শহরের মানভূম ভিক্টোরিয়া স্কুল মাঠ প্রাঙ্গনে মঙ্গলবার ২৩ ডিসেম্বর শুরু হলো পুরুলিয়া জেলার ৪০তম বইমেলা। প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে এই ঐতিহ্যবাহী বইমেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিশিষ্ট সাহিত্যিক ও ঝাড়গ্রাম লোকসভার সাংসদ কালিপদ সরেন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট কবি ও সাহিত্যিক সুনীল মাহাত, পুরুলিয়া জেলার জেলাশাসক সুধীর কোন্তম, বান্দোয়ান বিধানসভার বিধায়ক রাজীব লোচন সরেন, বাগমুন্ডি বিধানসভার বিধায়ক সুশান্ত মাহাত, পুরুলিয়া জেলা পরিষদের সহ-সভাধিপতি সুজয় ব্যানার্জি, জেলা পরিষদের কো-ম্যান্টর সহদেব মাহাত, কর্মাধ্যক্ষ সুমিতা সিং মল্ল, জেলা তথ্য ও সংস্কৃতি আধিকারিক সিদ্ধার্থ চক্রবর্তী-সহ জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের আধিকারিকরা।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, এই বইমেলা চলবে ২৩ ডিসেম্বর থেকে ২৯ ডিসেম্বর পর্যন্ত। প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা সর্বসাধারণের জন্য খোলা থাকবে।
বইমেলাকে ঘিরে প্রতিদিন সন্ধ্যায় থাকছে নানা সাংস্কৃতিক অনুষ্ঠান। ছৌ নাচ, ঝুমুর, বাউল গান, রবীন্দ্রসংগীত, আবৃত্তি, টুসু নৃত্য-সহ নানা লোকসংস্কৃতির পরিবেশনার মাধ্যমে মেলার প্রতিটি সন্ধ্যাই হয়ে উঠবে সাংস্কৃতিক ঐতিহ্যে ভরপুর। বই ও সংস্কৃতির এই মিলনমেলা ঘিরে পাঠক ও সংস্কৃতিপ্রেমীদের মধ্যে বিশেষ উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে।

