গড়বেতায় ছোট গাড়ির মালিক ও ড্রাইভার অ্যাসোসিয়েশনের উদ্যোগে রক্তদান শিবির, রক্তদান ৩৫ জনের।
পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- ব্লাড ব্যাংকের রক্তের চাহিদা মেটানোর লক্ষ্যে পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা এক নম্বর ব্লকের গড়বেতার হাসপাতাল মোড়ে ছোট গাড়ির মালিক ও ড্রাইভার অ্যাসোসিয়েশনের উদ্যোগে রক্তদান শিবিরের আয়োজন করা হয় মঙ্গলবার। জানা গিয়েছে এই রক্তদান শিবিরে দুইজন মহিলা সহ ৩৫ জন রক্তদাতা রক্তদান করেছেন। এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন গড়বেতা বিধানসভা কেন্দ্রের বিধায়ক উত্তরা সিংহ হাজরা,গড়বেতা থানার ভারপ্রাপ্ত অফিসার চঞ্চল সিং,BMOH সঞ্চিতা কর্মকার,জেলা পরিষদের সদস্য শান্তনু দে,এলাকার বিশিষ্ট সমাজসেবী অসীম সিংহ রায়,হাবিবুল সেখ, মৃন্ময় শুকুল সহ অন্যান্য অ্যাসোসিয়েশনের সদস্যরা।

