রাস্তার ধারে সরকারি নিকাশি নালা মাটি ফেলে দখলের অভিযোগ, উদ্ধার তিনটি ট্রাক্টার ও জেসিবি।
নাদনঘাট, নিজস্ব সংবাদদাতা:-নাদনঘাট থানার নসরতপুর পঞ্চায়েতের অন্তর্গত ধোবায় STKK রোডের পাশেই জল নিকাশি নালা মাটি ফেলে বুঝিয়ে ফেলা হচ্ছে এমনই অভিযোগ ওই এলাকার বাসিন্দাদের। তাদের দাবি কখনো রাতের অন্ধকারে কখনো আবার প্রকাশ্য দিবালোকে ট্রাক্টারে করে মাটি ফেলে ভরাট করা হচ্ছে এই জল নিকাশি নালা। এই নিকাশি নালা ভরাট করে একশ্রেণীর অসাধুচক্র প্রোমোটিংয়ের ব্যবসা করার ফাঁদ পেতেছে এমনটাই অভিযোগ এলাকাবাসীর। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ এই নিকাশি নালা বুঝিয়ে ফেলা হলে আসন্ন বর্ষার সময় বৃষ্টির জল বের হতে পারবে না তাতে করে বর্ষার জমা জলেই ডুবে যাবে এই এলাকার মাঠঘাট থেকে শুরু করে বাড়িঘর রাস্তা ঘাট সবই। এতে করে চাষবাসের যেমন ক্ষতি হবে তেমনি জলমগ্ন হয়ে পড়বে গোটা এলাকা। মানুষজনের বাড়িতে রাস্তাঘাটে জল জমে থাকবে। সেই জল আর বেরোতে পারবে না। একপ্রকার বর্ষার বৃষ্টির জমা জলেই ডুবে যাবে গোটা এলাকা। এত সমস্যা হবে জেনেও দিনের পর দিন ভরাট হচ্ছে এই নিকাশী নালা। এই ঘটনার প্রতিবাদ জানিয়ে সরব হয়েছেন এলাকার বাসিন্দারা। স্থানীয় নসরতপুর পঞ্চায়েতের সদস্য অমল হালদার এই বিষয়টি নিয়ে নাদনঘাট থানায় অভিযোগ জানিয়েছেন বলে জানা যাচ্ছে। অভিযোগ পেয়ে নাদনঘাট থানার পুলিশ তিনটি মাটি বোঝাই ট্রাক্টার সহ একটি মাটি কাটার জেসিপি উদ্ধার করেছে। সামগ্রিক ঘটনা খতিয়ে দেখা হবে বলে পুলিশ সূত্রে জানা গেছে। তবে সরকারি জায়গায় থাকা এই নিকাশি নালা কিভাবে ভরাট করা হচ্ছে ? কে বা কারা ভরাট করছে ? কার অনুমতিতেই বা ভরাট করা হচ্ছে ?? এই প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে।

