বাঁকুড়ার গঙ্গাজলঘাটিতে জুয়ার আসরে অভিযান চালিয়ে চার জনকে গ্রেপ্তার করলো পুলিশ।
বাঁকুড়া, নিজস্ব সংবাদদাতা:- বাঁকুড়ার গঙ্গাজলঘাটিতে জুয়ার আসরে অভিযান চালিয়ে চার জনকে গ্রেপ্তার করলো পুলিশ। শুক্রবার ধৃতদের বাঁকুড়া জেলা আদালতে তোলা হলে ৫ দিনের জেল হাজতের নির্দেশ দিয়েছেন বিচারক।
গোপন সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় গঙ্গাজলঘাটির থানার ধবনি গ্রামে ওই জুয়ার আসরে হানা দেয় পুলিশ। ওই ঘটনায় হাতেনাতে চারজনকে গ্রেপ্তারের পাশাপাশি জুয়ার আসর থেকে নগদ ১ লক্ষ ৫৩ হাজার টাকা বাজেয়াপ্ত করে পুলিশ। শুক্রবার ধৃতদের বাঁকুড়া জেলা আদালতে তোলা হলে ৫ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক। এই ঘটনায় আরও কেউ জড়িত রয়েছে কিনা খতিয়ে দেখছে পুলিশ

