রক্তদান শিবিরে উচ্ছ্বাস, সামাজিক দায়বদ্ধতায় নজির স্থাপন সাহাপাড়া ক্লাবের।

দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা;- পঞ্চাশ বছরের ঐতিহ্যকে স্মরণীয় করে রাখতে সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষ্যে রক্তদান শিবিরের আয়োজন করল পতিরাম সাহাপাড়া ক্লাব। রবিবার ক্লাব ভবনে আয়োজিত এই শিবিরে সাতজন মহিলা সহ মোট ৪২ জন রক্তদান করেন। সমাজকল্যাণমূলক এই উদ্যোগকে ঘিরে এলাকায় উৎসবের আবহ তৈরি হয়।

ক্লাবের সদস্য গোপাল সাহা জানান, সুবর্ণ জয়ন্তীকে কেন্দ্র করে সারা বছর ধরে নানান সামাজিক ও সাংস্কৃতিক কর্মসূচি নেওয়া হয়েছে। ইতিমধ্যেই ক্রীড়া প্রতিযোগিতা ও সেবামূলক নানা কর্মসূচি সম্পন্ন হয়েছে। রক্তদান শিবির সেই ধারাবাহিকতার অংশ। তিনি আরও বলেন, আসন্ন কালীপুজোও এবার বিশেষ আয়োজনের মাধ্যমে পালিত হবে, যাতে স্থানীয় মানুষের সক্রিয় অংশগ্রহণ থাকবে।

এলাকাবাসী জানিয়েছেন, সাহাপাড়া ক্লাব দীর্ঘদিন ধরেই সমাজের বিভিন্ন ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। এবার সুবর্ণ জয়ন্তী উপলক্ষ্যে রক্তদান শিবির আয়োজন সেই সামাজিক দায়বদ্ধতারই প্রতিফলন। ক্লাবের এই পদক্ষেপে যুব সম্প্রদায় যেমন অনুপ্রাণিত হয়েছে, তেমনই সামাজিক সংহতিও আরও দৃঢ় হয়েছে।

সংগঠনের মতে, ভবিষ্যতেও এই ধরনের সেবামূলক কর্মকাণ্ড অব্যাহত থাকবে। ফলে সাহাপাড়া ক্লাবের সুবর্ণ জয়ন্তী শুধু স্মৃতির নয়, সামাজিক দৃষ্টান্তেরও এক অনন্য অধ্যায় হয়ে উঠল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *