ফারাক্কায় মানবিক ছোঁয়া: প্রিয়জন পরিবারের উদ্যোগে শ্মশানঘাটে পানীয় জলের ট্যাপ উদ্বোধন।
মুর্শিদাবাদ, নিজস্ব সংবাদদাতা:- মুর্শিদাবাদের ফারাক্কা ব্যারেজ শ্মশানকালী মন্দির সংলগ্ন এলাকায় এক অভিনব সামাজিক পদক্ষেপ নিল প্রিয়জন পরিবার। শ্মশানঘাটে আগত মানুষজন ও পথচারীদের জন্য পানীয় জলের সুব্যবস্থা করতে একটি বিশেষ ট্যাপ বসানো হয়েছে।
শুভ সন্ধ্যায় এক সরল অথচ আবেগঘন অনুষ্ঠানে এই ট্যাপটির উদ্বোধন করেন প্রিয়জন পরিবারের একমাত্র ভরসা তরুণ ঘোষের মা। নারকেল ফাটিয়ে শুভ সূচনা হয় এই মানবিক প্রকল্পের। এলাকায় উপস্থিত সাধারণ মানুষ এ দৃশ্যকে এক ঐতিহাসিক মুহূর্ত হিসেবে মনে করেছেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—
👉 কানন ঘোষ
👉 তরুণ ঘোষ
👉 বরুণ ঘোষ
👉 রাজীব ঘোষ
👉 দুলাল চন্দ্র ঘোষ
👉 শ্যামচন চন্দ্র ঘোষ
এছাড়াও এলাকার বিশিষ্ট ব্যক্তিরা।
উদ্বোধনের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে কানন ঘোষ আবেগভরে বলেন—
“আমার ছেলেরা যদি এলাকার মানুষের সামান্য উপকারও করতে পারে, সেটা আমার কাছে গর্বের। আমার শিক্ষায় তারা সুশিক্ষিত হয়েছে, এটা ভেবে আমি নিজেকে ধন্য মনে করি।”
অন্যদিকে, বরুণ ঘোষ জানালেন—
“আমি যতদিন বেঁচে থাকবো, প্রিয়জন পরিবার সবসময় মানুষের পাশে থাকবে। আগামী দিনেও এই পরিবার সমাজসেবার কাজে নিজেদের উৎসর্গ করবে।”
এলাকাবাসীর বক্তব্য, এই উদ্যোগের ফলে শ্মশানঘাটে আগত আত্মীয়স্বজন ও পথচারীরা বড়ো উপকৃত হবেন। পানীয় জল ও হাত ধোয়ার সুবিধা না থাকায় দীর্ঘদিনের সমস্যার সমাধান হলো অবশেষে।
সমাজের প্রতি দায়িত্ববোধ থেকে গড়ে ওঠা প্রিয়জন পরিবারের এই কর্মকাণ্ড প্রমাণ করে, ইচ্ছা থাকলেই সমাজের জন্য অনেক কিছু করা সম্ভব। তাদের এই মানবিক উদ্যোগ ইতিমধ্যেই এলাকায় প্রশংসার ঝড় তুলেছে।

