পুজোতে শৃঙ্খলাবদ্ধ ট্রাফিক নিশ্চিত করতে কড়া নির্দেশ ট্রাফিক ডিএসপি ও আইসি’র।
বালুরঘাট, নিজস্ব সংবাদদাতা :- দুর্গাপূজার সময় টোটো চলাচল নিয়েই সবচেয়ে বেশি সমস্যার অভিযোগ ওঠে—এই বিষয়টিকে সামনে রেখেই এ বছর কড়া ব্যবস্থা নিতে চলেছে ট্রাফিক দপ্তর। দর্শনার্থীদের অসুবিধা এড়াতে কোথায়, কিভাবে টোটো চলবে তা স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে চালকদের। পুজোর আগে বালুরঘাট শহরে ট্রাফিক পুলিশের পক্ষ থেকে এক বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন ট্রাফিক ডিএসপি বিললো মঙ্গল সাহা ও ট্রাফিক আইসি অরুন কুমার তামাং। সেখানে টোটো চালক, অটো চালক ও ছোট গাড়ির চালকদের সঙ্গে বিস্তারিত আলোচনা হয়। কর্তৃপক্ষের নির্দেশ, শহরের রাস্তায় যেখানে-সেখানে পার্কিং বা গাড়ি দাঁড় করানো একেবারেই চলবে না। পৌরসভার নির্দিষ্ট পার্কিং স্থলেই যানবাহন রাখতে হবে। দুর্গাপূজার দিনগুলোতে শৃঙ্খলাবদ্ধ যান চলাচল নিশ্চিত করতেই এদিন চালকদের কড়া নির্দেশ দেন ট্রাফিক কর্তারা।

