স্বাধীনতা দিবসে চন্দ্রকোনারোডে বিজেপির তিরঙ্গা যাত্রা।
পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- ৭৯ তম স্বাধীনতা দিবস উপলক্ষে সারা রাজ্য ও জেলার পাশাপাশি পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা তিন নম্বর ব্লকের চন্দ্রকোনারোড শহরে তিরঙ্গা যাত্রা করল বিজেপির নেতাকর্মীরা,বুধবার বিকেলে জাতীয় পতাকা হাতে নিয়ে গোটা শহর পরিক্রমা করে এই বিজেপির এই তিরঙ্গা যাত্রা, এই দিন উপস্থিত ছিলেন সাংগঠনিক জেলা নেতা গৌতম কৌড়ী,পারিজাত চক্রবর্তী সহ অন্যান্য বিজেপির নেতা কর্মীরা।

