সম্প্রীতির বার্তা ছড়াল বালুরঘাট শুভায়ণ হোমের রাখি অনুষ্ঠান।
দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- বালুরঘাট শুভায়ণ হোমে পালিত হলো রাখি উৎসব। বাংলা সংস্কৃতি সম্প্রীতি ধরে রাখতে এদিন শুভায়ণ হোমের অনাথ শিশু কিশোরদের নিয়ে একটি অনুষ্ঠানের মাধ্যমে পালিত হয় রাখি উৎসব। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বালুরঘাট পৌরসভার এমসিআইসি মহেশ পারেখ,২২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রদিপ্তা চক্রবর্তী সহ হোমের আধিকারিকেরা।

