বাবা রামেশ্বর ও মাতা বিদ্ধেশ্বরীর ধামে শিব পূজায় জনসমাগম।
দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা :- শ্রাবণ মাসের প্রথম সোমবার উপলক্ষে দক্ষিণ দিনাজপুর জেলার কুমারগঞ্জ ব্লকের গোপালগঞ্জের ধাদলপাড়ায় অবস্থিত বাবা রামেশ্বর, মাতা বিদ্ধেশ্বরী ও বাবা বাণেশ্বর ধামে ভোর থেকেই ভক্তদের ঢল নামে। শিবভক্তরা উৎসাহ-উদ্দীপনা নিয়ে শিবের মাথায় গঙ্গাজল ও পবিত্র জল ঢেলে পূজা অর্চনা করেন।
প্রতি বছরের মতো এবছরও শ্রাবণের প্রথম সোমবারে ভক্তদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। শিবলিঙ্গে জল ঢালার জন্য সকাল থেকেই দীর্ঘ লাইন দেখা যায় মন্দির চত্বর জুড়ে। অনেক ভক্ত কাঁধে কাঁভার নিয়ে পদযাত্রা করে মন্দিরে পৌঁছান।
স্থানীয় প্রশাসনের পক্ষ থেকেও মন্দির প্রাঙ্গণে ভিড় সামাল দিতে প্রয়োজনীয় নিরাপত্তা ও স্বাস্থ্যবিধির ব্যবস্থা করা হয়েছিল। উপস্থিত পুরোহিত ও স্বেচ্ছাসেবকরা ভক্তদের পূজার কাজ সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে সাহায্য করেন।
ভক্তদের বিশ্বাস, শ্রাবণের সোমবারে শিবের মাথায় জল ঢাললে মনোস্কামনা পূর্ণ হয় এবং জীবনে সুখ-শান্তি আসে।

