সিসিইউ ঘুরে রোগীদের সঙ্গে কথা বললেন জেলাশাসক বিজিন কৃষ্ণা।
দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা :- বালুরঘাট জেলা হাসপাতালে চিকিৎসাধীন প্রসূতি রোগীদের শারীরিক অবস্থার খোঁজ নিতে সোমবার বিকেলে সরেজমিন পরিদর্শনে যান দক্ষিণ দিনাজপুরের জেলাশাসক বিজিন কৃষ্ণা। তাঁর সঙ্গে ছিলেন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুদীপ দাস, অতিরিক্ত জেলাশাসক হরিশ রশিদ, হাসপাতালের সুপার কৃষ্ণেন্দু বিকাশ বাক সহ অন্যান্য স্বাস্থ্য ও প্রশাসনিক আধিকারিকরা।
জেলাশাসক সিসিইউ-তে উপস্থিত রোগীদের সঙ্গে কথা বলেন, তাঁদের শারীরিক ও মানসিক অবস্থার খোঁজখবর নেন এবং স্বাস্থ্য পরিষেবার মান নিয়ে সন্তোষ প্রকাশ করেন। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, বর্তমানে চিকিৎসাধীন আটজন প্রসূতি রোগীই স্থিতিশীল এবং সুস্থ রয়েছেন।
পরিদর্শনের পর জেলাশাসক ও অন্যান্য আধিকারিকরা হাসপাতাল সুপারের দফতরে এক পর্যালোচনামূলক বৈঠকে বসেন। বৈঠকে হাসপাতালের পরিষেবা, ভবিষ্যৎ পরিকল্পনা ও রোগী পরিষেবার উন্নয়ন নিয়ে আলোচনা হয়।

