দুরন্ত পারফরম্যান্সে পতিরামকে হারিয়ে রাজীবপুরের জয়, দেব মুর্মু ম্যাচসেরা ও সর্বোচ্চ গোলদাতা।

দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- দক্ষিণ দিনাজপুরে সম্পন্ন হলো আইএফএ পরিচালিত ও জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় আয়োজিত সুপ্রিমকাপ অনূর্ধ্ব-১৪ আন্তঃরাজ্য স্কুল ফুটবল চ্যাম্পিয়নশিপ। টুর্নামেন্টের ফাইনালে দুরন্ত পারফরম্যান্সে ৩-১ গোলে পতিরাম উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হলো রাজীবপুর সেন্ট জোসেফ উচ্চ বিদ্যালয়।

১৩ জুলাই শুরু হওয়া এই প্রতিযোগিতায় জেলার মোট আটটি বিদ্যালয় অংশ নিয়েছিল। ফাইনাল ম্যাচে রাজীবপুরের ফুটবলারদের দাপট ছিল চোখে পড়ার মতো। খেলার শুরু থেকেই তারা বল দখল, পাসিং এবং আক্রমণে আধিপত্য বজায় রাখে। প্রথমার্ধেই সত্যজিৎ মার্ডি ও দেব মুর্মুর জোড়া গোলে দলটি এগিয়ে যায়। দ্বিতীয়ার্ধে পতিরামের পক্ষে অভিজিৎ হাঁসদা একটি গোল শোধ করলেও, দেব মুর্মুর আরেকটি গোলের জবাব দিতে পারেনি পতিরাম শিবির।

দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হন রাজীবপুরের দেব মুর্মু। তিনি এই টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতাও। অপরদিকে, গোটা টুর্নামেন্ট জুড়ে ধারাবাহিক ভালো খেলার জন্য ‘প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট’ হয়েছেন সত্যজিৎ মার্ডি। পতিরামের গোলকিপার অর্ণব ঘোষ সেরা গোলকিপার হিসেবে সম্মানিত হন।

টুর্নামেন্ট শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিএসপি (হেডকোয়ার্টার) বিক্রম প্রসাদ, জেলা ক্রীড়া সংস্থার সম্পাদক সুজয় ঘোষ, ফুটবল সম্পাদক কৃষ্ণ দত্ত, অ্যাথলেটিকস সম্পাদক অমিত সাহা, খো-খো সম্পাদক অসীম সরকার, ক্রীড়াবিদ কান্তি রঞ্জন সাহা, আইনজীবী বিদ্যুত রায়, ডাঃ পঙ্কজ ঘোষ, মানস মজুমদার, প্রাক্তন ফুটবলার মলয় ভৌমিক সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।

চ্যাম্পিয়ন রাজীবপুর সেন্ট জোসেফ দল এবার জোন পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নিতে চলেছে মুর্শিদাবাদে, যেখানে ছয়টি জেলার চ্যাম্পিয়ন দল মুখোমুখি হবে। ইতিমধ্যেই দল প্রস্তুতির কাজে মন দিয়েছে বলে জানিয়েছেন কোচিং স্টাফ।

জেলার ক্রীড়া মহলের মতে, এই ধরনের টুর্নামেন্ট শুধু খুদে ফুটবলারদের প্রতিযোগিতার অভিজ্ঞতা দেয় না, বরং ভবিষ্যতের ফুটবল প্রতিভা অন্বেষণেরও গুরুত্বপূর্ণ মঞ্চ হয়ে উঠছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *