“তৃণমূল পার্টিটাই দুষ্কৃতিকারীদের”—একুশে জুলাইয়ের আগে বিস্ফোরক দিলীপ।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- ২১ জুলাইয়ের সভা শুরুর আগে তৃণমূলকে চাঁচাছোলা ভাষায় আক্রমণ করলেন দিলীপ ঘোষ। বললেন, “এটাই হয়তো তৃণমূলের শেষ শহিদ দিবস! তারপর তো তৃণমূল দলটাই শহিদ হয়ে যাবে।” সোমবার সকালে পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর শহরে প্রাতঃভ্রমণ ও চা চক্রের যোগ দিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ঠিক এভাবেই তৃণমূলকে কটাক্ষ করলেন দাপুটে নেতা দিলীপ ঘোষ, পাশাপাশি মেদিনীপুর লোকসভা কেন্দ্রের তৃণমূলের সাংসদ জুন মালিয়াকেও কটাক্ষ করেন দিলীপ। প্রসঙ্গত শনিবার কেশিয়াডিতে দিলীপের প্রতি জুনের ইঙ্গিতপূর্ণ মন্তব্য ছিল, “দিলীপদার জন্য খারাপ লাগছে,দিলীপ দা এবার অন্তত একটু ভাবনাচিন্তা করুন।” সোমবার সকালে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে দিলীপ বলেন, “আমি তো ভেবেই কাজ করছি। উনি কি ভাবেন? মানুষ আপনাকে ভোট দিয়েছিল। জুন পেরিয়ে জুলাইও শেষ হতে গেল। খড়গপুর-মেদিনীপুরের মানুষ আপানাকে খুঁজছে, কিন্তু জুন উধাও! মানুষের পাশে থাকুন।”পাশাপাশি একুশে জুলাইয়ের মঞ্চ থেকে কোন নেতার নামে অভিযোগ রয়েছে তাও খতিয়ে দেখবে রাজ্য তৃণমূল এমনটাই জানা গিয়েছে তৃণমূল সূত্রে, সেই প্রসঙ্গে নিয়ে এবার দিলীপ ঘোষ বলেন “এ তো হক বাঁচতে গাও উজার”যদি অভিযোগ খোঁজা হয় তাহলে তৃণমূলে একটাও লোক থাকবে, যার নামে কেস নেই লুটপাটের অভিযোগ নেই, পার্টিটাই দুষ্কৃতিকারীদের, অন্যদিকে দিলীপ ঘোষ তৃণমূলে যাওয়া জল্পনা নিয়ে তিনি বলেন তৃণমূলও চাই না দিলীপ ঘোষ আসুক, আর বিজেপি ও চায় না দিলীপ ছেড়ে যাক, তাহলে কারা করছে স্ত্রী ও পুরুষের মাঝে যারা রয়েছে তারাই করছে, তারা জবাব পেয়ে যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *