জঙ্গিপুরের অঙ্গনওয়াড়ি কেন্দ্রে পচা খাবার বিতরণ, অভিভাবকদের তীব্র বিক্ষোভ।
মুর্শিদাবাদ, নিজস্ব সংবাদদাতা:- জঙ্গিপুর পৌরসভার আট নম্বর ওয়ার্ডের ধনপত নগর এলাকার অঙ্গনওয়াড়ি কেন্দ্রে পচা খাবার দেওয়ার অভিযোগে তীব্র বিক্ষোভ প্রদর্শন করেন অভিভাবক, অভিবাবিকারা। অভিযোগ পচা সবজি দিয়ে খিচুড়ি রান্না করা হচ্ছে, খিচুড়িতে তেল মশলা তো দূরের কথা ডাল পর্যন্ত দেয়া হচ্ছে না। এই অভিযোগ তুলে রীতিমত বৃক্ষ প্রদর্শন করেন অভিভাবক অভিভাবীকারা। বিক্ষোভকারীরা সেদ্ধ করার ডিম অঙ্গনওয়াড়ি কেন্দ্রের ওই কর্মীদের খাওয়াতে গেলে তারা নিজেরাই খেতে রাজি হননি। ঘটনার খবর পেয়ে ছুটে আছেন আট নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কোকিল মন্ডল। তিনি সাথে সাথে সি ডি পি ওর সাথে কথা বলেন। সিডিপি ওর সাথে কথা বলে ওই কর্মীকে অন্যত্র ছড়িয়ে দেওয়া হলো বলে জানিয়েছেন স্থানীয় কাউন্সিলর কোকিল মন্ডল. কি কি অভিযোগ করেছেন তারা চলবে তাদের মুখ থেকেই।

