সকাল থেকে মালদা শহরের বিভিন্ন রাজপথে বাজারে অফিস কাচারির সামনে, কর্মনাশা বন্ধের বিরুদ্ধে আন্দোলন সংঘটিত হয়।

নিজস্ব সংবাদদাতা, মালদা : —- আমাদের এই বাংলা সচল ছিল সচল রবে, অচল হতে দিচ্ছি না দেব না , এই স্লোগান নিয়ে বামপন্থীদের ডাকা সর্বনাশা উন্নয়ন বিরোধী বাংলা বন্ধের বিরুদ্ধে পথে নামলো আইএনটি টিউসি ইংরেজবাজার শহর কমিটি। আজ সকাল থেকে মালদা শহরের বিভিন্ন রাজপথে বাজারে অফিস কাচারির সামনে, কর্মনাশা বন্ধের বিরুদ্ধে আন্দোলন সংঘটিত হয়। আজকের এই আন্দোলনে নেতৃত্ব দেন আইএনটিটিইউসি পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সম্পাদক শুভদীপ সান্যাল ও আইএনটি টিউসি ইংরেজবাজার শহর সভাপতি অম্বরিশ চৌধুরীর সহ বিভিন্ন ট্রেড ইউনিয়নের নেতৃত্ব ও শ্রমিকগণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *