বহুদিনের ভোগান্তির অবসান, বিষনপুর–দৌলা পাকা রাস্তার শিলান্যাস রবিউল ইসলামের।
মালদা, নিজস্ব সংবাদদাতা:– রাস্তা নিয়ে দাবি পূরণ। খুশি বিষনপুর গ্রামের মানুষ। জেলা পরিষদের পঞ্চদশ অর্থ কমিশনের তহবিল থেকে দেড় কোটি টাকা বরাদ্দে চাঁচল বিধানসভার বরুই গ্রাম পঞ্চায়েতের বিষনপুর জামে মসজিদ মোড় থেকে কাটাবাড়ি হয়ে দৌলা পর্যন্ত আড়াই কিলোমিটার রাস্তা নির্মাণের কাজ শুরু হল।সোমবার ফিতা কেটে কাজের শিলান্যাস করলেন জেলা পরিষদের কৃষি সেচ ও সমবায় কর্মাধ্যক্ষ…

