ফেসবুকে লাইভ করে আত্মহত্যা! দুর্লভের মৃত্যুকে ঘিরে নতুন মোড়, অভিযোগের তীর এবার স্ত্রীর দিকে।
মালদা, নিজস্ব সংবাদদাতা :- মালদা হরিশ্চন্দ্রপুর থানার মোবারকপুর কালিতলার কনটেন্ট ক্রিয়েটর দুর্লভ সাহার রহস্য মৃত্যু নিয়ে একের পর এক ধোঁয়াশা। প্রথমে তার আত্মহত্যার জন্য পার্শ্ববর্তী এলাকার আরেক জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমা সরকার কে কাঠগড়ায় দাড় করিয়ে ছিলেন তার স্ত্রী মৌসুমী সাহা।এবার এই নিয়ে মুখ খুললেন সালমা। সমস্ত অভিযোগ অস্বীকার করে পাল্টা তার স্ত্রী কেই দায়ী…

