মালদা জুড়ে অধিকার যাত্রা ও সভার প্রস্তুতি মিমের, রাজনৈতিক মহলে তীব্র বিতর্ক।
মালদা, নিজস্ব সংবাদদাতা:—- বিধানসভা নির্বাচনের আগে মালদা জেলায় দাত ফোটাচ্ছে মিম। ইতিমধ্যে জেলা জুড়ে কুড়িটির বেশি কার্যালয় খুলেছে মিম। যা ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। সেই সঙ্গে চলতি মাসের শেষ সপ্তাহে, মালদা জেলা জুড়ে অধিকার যাত্রা করতে চলেছে মিম। জানুয়ারি মাসে মালদায় বেশ কয়েকটি সভা করবে আসাদউদ্দিন ওয়েসি। মিম বিজেপিকে সুবিধা করার জন্য বিহারের পর…

