বালুরঘাটে সবজি এ টি এম ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে সপ্তম রক্তদান শিবির, রক্তদান ৩১ জনের।
দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- বালুরঘাটের জটালি মোড়ে ”সবজি এ টি এম ওয়েলফেয়ার সোসাইটি” আজ ১৪ই ডিসেম্বর রবিবার সকালে – ”রক্তদান মহান দান ” – এই মানবিক কর্মসূচিকে সামনে রেখে বালুরঘাট জেলা হাসপাতালের ব্লাড সেন্টারে রক্তের যোগান অব্যাহত রাখতে ষষ্ঠ বর্ষে সপ্তম রক্তদান শিবিরের আয়োজন করেছিল, জেলার বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে বালুরঘাট পৌরসভার পৌরাধ্যক্ষ অশোক কুমার মিত্র…

