জন্মগত জটিলতায় আক্রান্ত সদ্যোজাতকে হাসপাতালে পৌঁছে দিলেন শুভব্রত দে, বহন করবেন চিকিৎসার খরচ।
আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা:- মাত্র ১৫ দিনের একটি নিষ্পাপ শিশুর জন্মের পর থেকেই শুরু হয়েছে জীবন-মরণ লড়াই। জন্মগত গুরুতর শারীরিক জটিলতায় শিশুটির খাদ্যথলি পেটের বাইরে অবস্থান করায় অসহায় হয়ে পড়েছিল পরিবারটি। চোখের জল আর বুকভরা দুশ্চিন্তা নিয়েই দিন কাটছিল বাবা-মায়ের। এই হৃদয়বিদারক খবর জানতে পেরেই আর এক মুহূর্ত দেরি করেননি আলিপুরদুয়ার জেলার তৃণমূল কংগ্রেসের সম্পাদক শুভব্রত…

