মালদায় মাদক বিরোধী অভিযানে বড় সাফল্য, ১৯ বছরের যুবকের হেপাজত থেকে উদ্ধার বিপুল ব্রাউন সুগার।
মালদা, নিজস্ব সংবাদদাতা:— ফের নিষিদ্ধ মাদক ব্রাউন সুগার উদ্ধারে বড়সড় সাফল্য পেল মালদার ইংরেজবাজার থানার পুলিশ। এবার এক কেজি ব্রাউন সুগার সহ গ্রেপ্তার করল এক মাদক পাচারকারীকে। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত মাদক পাচারকারীর নাম আব্দুল মাজেদ। বয়স ১৯ বছর। বাড়ি কালিয়াচকের হারুচক এলাকায়। বৃহস্পতিবার রাতে সে মালদা শহরের রথবাড়ি চাটাই মার্কেট এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাঘুরি…

